মাইশেলফ অ্যালেন স্বপন (Myself Allen Swapan) ফুল ওয়েব সিরিজ ডাউনলোড
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে রাফিয়াত রশিদ মিথিলার পারফেক্ট অ্যাক্টিং মুগ্ধতা ছড়িয়েছে। যারা সিরিজটা দেখেছেন একথা নিশ্চয়ই স্বীকার করবেন। নাসির উদ্দিন খানের বিপরীতে শায়লা চরিত্রটা খুবই আকর্ষণীয়। তাদের সম্পর্কের জায়গায় একবার ঢুকে গেলে বের হওয়া প্রায় অসম্ভব। প্রতিটা সিকোয়েন্সে মিথিলার অভিনয় দুর্দান্ত ছিলো। একজন নারীর বিলাসবহুল লাইফের স্বপ্ন থাকলে, কীভাবে সেটা পূরণ করতে হয় সেই দিকটা মিথিলার চরিত্র ডিটেলিং করে দেখিয়েছে। তাতে অপরব্যাক্তির স্বার্থের পথে বিন্দুমাত্র অনুসূচনা ছিলো না। বরং পরিবর্তনটা গ্রহণ করাটাই তার চরিত্রের জন্য সবচেয়ে সেরা সিন্ধান্ত ছিলো। এ সিরিজ অ্যালেন স্বপন চরিত্রটা পছন্দ হওয়ার পেছনে, সবচেয়ে বেশি অবদান মিথিলার। তাকে নিয়মিত সব কন্টেন্টে কাজ করতে দেখতে চাইবো। শুভকামনা রইলো মিথিলার জন্য। ♥
মাইশেলফ অ্যালেন স্বপন: বিউটিফুল অ্যান্ড বোল্ড সিরিজ।
নাসির উদ্দিন খান প্রচণ্ড বোল্ড একটি সিনে অভিনয় করেছেন। যেটা দেখার পর আমার চোখ কপালে ওঠে গেছে। বাংলায় এটাও সম্ভব! এই সিনের জন্য অন্য কোনো অভিনেতা হলে করতো কিনা যথেষ্ট সন্দেহ আছে। নাসির যেটা করেছেন এটাই প্রকৃত ফিল্ম আর্ট। ফিল্মের সৌন্দর্য! এরকম সিন করার জন্য অভিনয়ের প্রতি প্রচণ্ড প্যাশনেট নাহলে সম্ভব না। তার সঙ্গে দুটো লেয়ার ক্যারেক্টার এমনভাবে সামলেছেন যেটা মনে থাকবে অনেকদিন। এছাড়াও নাসির উদ্দিন খান এবং রাফিয়াত রশিদ মিথিলা তাদের পারফম্যান্স দিয়ে বাজিমাৎ করেছেন পুরো সিরিজেই। সিরিজ শেষে একটা কথায় মনে থেকে হয়তো যাবে সবার ‘তই তই... আমার ময়না পাখিটা কই?’