Billion Dollar Heist google drive free
এই প্রামাণ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে পাবলিক হবে ১৫ই আগস্ট থেকে।
এতে বাংলাদেশ ব্যাংকের অর্থ ডাকাতিকে একটি ডাটাপয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রামাণ্যচিত্রে বিভিন্ন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও লেখক মিশা গ্লেনির সাক্ষাৎকার নেয়া হয়েছে।
প্রামাণ্যচিত্রটির ট্রেইলার দেয়া হয়েছে দ্য ভার্জ অনলাইনে। এতে মহামারির মতো ব্যাপক বিধ্বংসী মারণান্ত্র এবং জলবায়ু পরিবর্তনের মতোই মানবতার জন্য একই রকম হুমকি সাইবার জগতে সমন্বিত আক্রমণ এমনটাই বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রাজকোষে কিভাবে চুরি হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে এতে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটা শুধু এদেশেই না, সারা পৃথিবীতেই সেসময় সাড়া ফেলেছিল। দুনিয়ার তাবৎ বাঘা বাঘা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা নড়েচড়ে বসেছিল। এই ঘটনার কেস স্টাডি বড় বড় ইন্সটিটিউট, ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে এখনো। কীভাবে এতো বড় ঘটনা ঘটলো, হ্যাকারদের সামান্য ভুলে কীভাবে আরো বড় ম্যাসাকার থেকে দেশের টাকা রক্ষা পেল সেসবই এখন গবেষণার বস্তু।